Saturday, May 26, 2018

অন্ধ কুটির



কবি-শেখ সোহেল রানা
রচনাঃ ২৬ মে ১৮
...............
তুমি মহা বিশ্বের বিষ্ময়
মায়া ,মমতা , প্রেম , ধৌর্যের আঁধার
তুমি আমার ....
প্রেরণা ,শক্তি ,সৃষ্টির অপার রহস্য
তুমিই
মা ,ভগ্নী ,ললনা ,মানুষ কিংবা বেহেস্তের হুর !
.
তোমার জঠরে এসেছি আমি
নবী ,কবি , সাধক ,বিপ্লবী রুপে
তোমার ত্যাগেই....
তিল তিল করে বেড়ে ওঠে নিষ্পাপ ভ্রুণ
দেখাও আলোর পথ
অবলকন করি জগতের রং
হে জননী .....!
.
সেই তোমাকেই
বার বার বলী দেয় মূর্খ পাষাণ্ডের দল
ভুলে যায় আপন অস্তিত্ব
শতাব্দীর পর শতাব্দী প্রশ্ন বিদ্ধ করে তোমায় !
.
তোমাকে দেখেছি
বাসি পঁচা পান্তা ভাত খেতে
পাওনি মাছের মুড়া
অযত্নে কেঁদেছো একাকি নির্জন কুটিরে
বিচার দিয়েছো খোদার তরে !
.
দেখেছি
তোমায় শিওরে বসা
নির্ঘুম চোখে জল-পটি দিচ্ছি জ্বরা কপালে
শুধু আমায় একটু সুখে রাখতে ,
কখন ও
হয়েছো সেবিকা কিংবা পরম বন্ধু !
.
ওরা পাপী
যে তোমায় করে বাজারের পন্য
লাথি মার অন্ধকুটিরে
আন নব ভোর
জাগো নারী জাগো.....
দেখাও তোমার মহিয়সী রুপ
বৈষ্যমের পাহাড় দলো আপন পায়ে !
,
দেখেছি
তোমার চোখে অগ্নী বর্ষণ
নিঃশ্বাসে মহা প্রলয়
বুকে আত্নপ্রত্যয়ী বিশ্বাস
বজ্র মুষ্ঠিতে দেশ গড়ার দৃঢ় সংকল্প
তুমি বিরঙ্গনা ,
জানি তুমি পারবে...
জয় জয় জয়
জগতের নারী শক্তির জয় হোক !

No comments:

Post a Comment