Sunday, June 24, 2018

সেন্টার ফর ন্যাশনাল কালচার (CNC) হতে সাহিত্যে বেগম সুফিয়া কামাল পদক পাচ্ছেন কবি জেসমিন রুমি


সেন্টার ফর ন্যাশনাল কালচার প্রতি মাসে চার ব্যাক্তিত্বকে সম্মাননা পদক প্রদান করে। এই ধারাবাহিকতায় চলতি মাসের ২৭ জুন নজরুল একাডেমিতে আনুষ্ঠানিক ভাবে  চার জন ব্যক্তিত্বকে বেগম সুফিয়া কামাল পদক প্রদান করা হবে। কবি জেসমিন রুমিকে সাহিত্যে সম্মাননা পদকের জন্য মনোনীত করা হয়েছে। উনার শুভার্থীদের উক্ত অনুষ্ঠানে সবান্ধব আমন্ত্রণ।