Saturday, April 18, 2020

ছড়া: বৈশাখী ঝড় ॥ মহিউদ্দিন বিন্ জুবায়েদ

বৈশাখী ঝড়
মহিউদ্দিন বিন্ জুবায়েদ

বৈশাখী ঝড় আসে আকাশ কালো মেঘে,
দমকা বায়ু উতাল পাতাল বয় খুব বেগে।
হেলে দুলে গাছের শাখা ভাঙে মট মট,
ঘরের চাল উড়ে পরে শুকনো গাঙের তট।

বৈশাখী ঝড় আসে মেঘে গুড় গুড় ডাকে,
খোকা বসে কলম দিয়ে ওই সব আঁকে।
ধানের ক্ষেতেও ঝড় বয়ে যায় নষ্ট কুঁড়ি,
ফুল ফসলের ব্যাপক ক্ষতি নেইকো জুড়ি।

বৈশাখী ঝড় আসে প্রতি বছর দেশে,
ধুরু ধুরু মনটা নানা শংকায় ভাসে।
কেটে গেলে ঝড়ো হাওয়া বাংলাদেশে,
প্রকৃতিটা আমাদের ফের উঠবে হেসে।

কবিতা: যদি আবার মানুষ হও ॥ লাভলী ইসলাম

যদি আবার মানুষ হও
লাভলী ইসলাম

বাইরে যাই না নিতে এখন অক্সিজেন 
কোথাও কেউ নেই পথ ঘাট নির্জন 
করোনারা ডেকে করছে ফিঁসফিঁস  
চারিদিকে আছে ছড়িয়ে যেন বিষ।

মানুষ দেখলেই যাই দ্রুত সরে দূরে 
মানবতা মনটাকে খাচ্ছে কুঁড়ে কুঁড়ে 
বিষাক্ত করোনা বলছে কানে কানে 
অনাচার করেছিলে স্রষ্টা তা জানে।

অন্যায়ের দৌড় পাঠিয়েছেন থামাতে
আমরা তাই রাজত্ব করছি এই ধরাতে
খেলা শেষ তোমরা এখন পরাজিত 
যদি আবার মানুষ হয়ে হও অবনত।

চাইলেই তিনি দিবেন দয়া করে মাফ
মুছে যদি পাপ সবাই হৃদয় কর সাফ
হুকুমের গোলাম আমি এসেছি তাই
স্রষ্টার উপর ক্ষমতা আর কারো নাই।

কবিতা: বিলি কাটি দশ আঙ্গুলে ॥ হাসান মাসুদ

বিলি কাটি দশ আঙ্গুলে 
হাসান মাসুদ

বারান্দায় বসে মা ছোট বোনের
মাথায় বিলি কাটছেন;
বিলি কাটা দেখতে দেখতে হঠাৎ মনে হল 
আমরাও তো রোজ বিলি কাটি স্মৃতির অন্ধকারে। 

আমাদের মন ও শরীর থেকে
স্মৃতির আস্তরণ সরাতে সরাতে 
কখন যে ভুলে যাই আমরা কেবল এই পৃথিবীর-ই মানুষ,
আমাদের অন্যকোন অস্তিত্ব নেই। 

কখন যে ভুলে যাই আমাদের 
দ্বিতীয় জন্ম নেই : ছিল না কোনদিন —
তবুও বারবার ভুল প্রেমিকের 
ভুল প্রেমের মত স্মৃতির অন্ধকারে 
সবুজ আলো জ্বালাতে চাই কেন? 

গতকাল রাতে হঠাৎ মনে হল -
মায়ের বিলি কাটার মতই বিলি কেটে কেটে 
তোমাকে আজন্মকাল খুঁজছি দশ আঙ্গুলে।


কবিতা: আত্মসমর্পণ ॥ এম. তামজীদ হোসাইন

আত্মসমর্পণ
এম. তামজীদ হোসাইন
 
দুনিয়া জুড়ে চলছে ভয়াবহ এক আতঙ্ক
করোনা ভাইরাস এখন ঝাঁজাল প্রসঙ্গ 
মৃত্যুর ভয়ে কেঁপে উঠেছে সারা বিশ্ব
মানুষের মন থেকে দূর হয়েছে সমস্ত হর্ষ
শরিআহ মতে বন্ধ হয়েছে মসজিদে নামাজ 
নিরব নিস্তব্ধ ভূমিকা পালন করছে বিশ্ব সমাজ
করোনা সংক্রমণের ভয়ে ধরে না কেউ মানুষের লাশ
ভাইরাস ছড়াবে নাকি নিলে মৃত মানুষের শ্বাস।

হে মালিক, 
প্রতিদিন দেশে দেশে জড়ো হয় হাজার লাশের কফিন
বেপরোয়া মানুষ ভাইরাস ভয়ে মুর্দাকে দেয়না কাফন
হয় না শরিআহ মেনে মুসলিমের অন্ত্যেষ্টিক্রিয়া
সারা বিশ্বজুড়ে চলছে এ কেমন দাফন প্রক্রিয়া

পবিত্র মক্কার মসজিদ আল হারাম 
নবীর শহর মদিনার মসজিদে নববী
পবিত্র দুই নগরীর সমস্ত মসজিদে জামাত নিষিদ্ধ 
শরিআহ মোতাবেক নাকি এই ঘোষণা বিশুদ্ধ
সৌদি সরকারের নির্দেশে হয়েছে কাবা তাওয়াফ বন্ধ
অথচ তোমার নির্দেশে আবাবিল পাখিরা করেনি তাওয়াফ বন্ধ 
সারা বিশ্বের আলেমেরা এই সিদ্ধান্তকে জানালো সম্মতি
মায়ার নবী কিয়ামতের দিন সিজদায় পড়ে কাঁদবে বলে উম্মতি
মসজিদ আল হারামের ইমাম নামাজে হয়েছে কান্না বিজড়িত
কেউ কেউ বলছে করোনার পেছনে নাকি চীন জড়িত

হে সর্বজ্ঞময়,
তোমার ইশারায় আমাজন, ইয়াঙজি আর মিশরের নীলনদ বহমান
তুমিই তো এই সৃষ্টি জগতের সমস্ত কিছুর মাঝে রহিম-রহমান
হে পরম করুণাময়,
সীমালঙ্ঘনকারীরে লোহিত সাগরে-
মারিতে পারো যদি তুমি চাও
তোমার পাপী বান্দা মোরা,-
মোদের করোনা থেকে মুক্তি দাও।