Tuesday, June 5, 2018

আবু সাহেদ সরকার'র রঙরস

দেহ দোলায় নর্তকীরা
কবি দোলায় কলম,
দোলায় দোলায় রসিক দোলে
লাগায় রসের মলম।

আবু সাহেদ সরকার'র রঙরস

হঠাৎ আমায় দেখলে তুমি
মুখ ঢাকো আর বুক ঢাকো,
থাকলে দূরে বেড়াও ঘুরে
নিত্য নতুন সুখ আঁকো।

আবু সাহেদ সরকার'র রঙরস

বলায় ভেজাল চলায় ভেজাল
ভেজাল কিছু কবি'তে,
ভেজাল তাদের কার্যকলাপ
দেখি নানান ছবিতে।