Friday, June 1, 2018

বাসাসপ কক্সবাজার জেলা শাখার নজরুলের সাহিত্যকর্ম শীর্ষক আলোচনা ও ইফতার পার্টি সম্পন্ন


"বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)" পর্যটন জেলা কক্সবাজারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা, ইফতার পার্টি ও মাসিক সাহিত্য আড্ডা মে-২০১৮ চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে।

বাসাসপ কক্সবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কবি তাসকিয়াতুল মোস্তারীর সঞ্চালনায় এবং জেলা কমিটির আহ্বায়ক কবি মিরাজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাসপ উপদেষ্টা পরিষদের সদস্য ও কাচালং গ্রুপের চেয়ারম্যান কবি শাহ মোহাম্মদ নিয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে জাতীয় কবি নজরুলের সাহিত্যকর্মের উপর প্রধান আলোচকের আলোচনা পেশ করেছেন বাসাসপ কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কবি ও  কথাসাহিত্যিক মুহাম্মদ ইয়াকুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কবি পরিষদ (আকপ) এর সাধারণ সম্পাদক, কবি ও সংগঠক সাজীব চৌধুরী, চকরিয়া ইন্টাঃ স্কুলের অধ্যক্ষ কুতুব উদ্দিন। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাতীয় শিশু কিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর' কক্সবাজার জেলা শাখার পরিচালক কবি মোঃ সাদ্দাম হোসেন, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগঠক বোরহান উদ্দিন রব্বানী, অাফসানা জান্নাত প্রমুখ।
এছাড়াও উপস্থিত অন্যান্য সাহিত্যকর্মীদের আবৃত্তি ও সংগীতে আড্ডাটি প্রাণবন্ত ছিলো।