Wednesday, April 15, 2020

কবিতা: অসংস্কৃত ও আদিম ॥ সাইফুর রাব্বি

অসংস্কৃত ও আদিম 
সাইফুর রাব্বি

তোমরা ছিলে বর্বর; 
ছিলে সভ্যতা ধ্বংস করতে উন্মুখ একটি গোষ্ঠী 
সজীব প্রকৃতি; বৃক্ষ তরুলতা আর 
আমার মিষ্টি বাতাস কে করেছো গ্রাস।  
উদ্যানে ফুটিয়েছো কালো গোলাপ আর কি বিষাক্ত সব বৃক্ষ! 
যা থেকে কালো বাতাস, কালো নির্যাস বের হয় অবিরত।

তোমরা ছিলে অসংস্কৃত, 
অপসংস্কৃতি আর অপ-চেতনা গ্রাস করেছিলো তোমাদের,  
তোমাদের ছিলো না সাহিত্য-শিল্পকলা
অথচ, আমার শিল্পকলাকে লুট করেছিলে।
কি সব উদ্ভট উদ্ভট সাহিত্য তোমাদের
কল্যাণমুখি না হয়ে হয়েছিলো ব্যক্তিমুখি
তোমাদের চেতনার শিরা উপশিরাগুলো নষ্ট হয়েছিলো বিষাক্ত সব শিল্পকলার বাতাসে।

তোমরা ছিলে আদিম,
মানে মস্তিস্ক ও চেতনায় আদিম; 
তোমরা ভোগবাদ মানতে; স্বার্থবাদ মানতে 
মানতে অন্ধত্বের সব তত্ব; 
শিশুদের আমসিপাড়া শেখাতে বাঙলা শেখানোর আগে।
তোমরা মানতে বিশ্বাসের জোর; তোমরা মানতে পূর্ব পুরুষদের অন্ধত্বের সব থিউরি পত্র, 
যা চলতো না শিল্পকলার সমাজে!  

তোমরা অসংস্কৃত ও আদিম; ছিলে বনে বাদাড়ে ঘুরেফেরা লোক
তোমাদের ড্রেন থেকে আসতো দূর্গন্ধ,  
আর আমাদের ড্রেন থেকে আসে পরিবর্তনের ইঙ্গিত 
তোমরা ছিলে আদিম, তোমরা ছিলে অসংস্কৃত!


কবিতা: দাও সুপথের দিশা ॥ শেখ বিপ্লব হোসেন

দাও সুপথের দিশা
শেখ বিপ্লব হোসেন

মৃত্যুর মিছিল যেন থামছেই না আর
দমকা হওয়ার বেগে অবিরত চলছেই,
কোথাও আলো নেই, কেউ আজ ভালো নেই। 
ধূসর দেখি চারদিক। দু'চোখে ঘোর অমানিশা। 
অভুক্ত কত অসহায় মানুষ আজ পড়ে আছে
রাস্তার অলিগলিতে।

কত অসুস্থ মানুষ মৃত্যু যন্ত্রনায় কাতরায়,
তবুও আমাদের বিবেকদ্বার উন্মোচন হয় না।
কোভিড-১৯ যেন এক অদেখা যমদূত 
দিবানিশি তাড়া করে ফেরে,
এ আমাদেরই কর্ম ফল;
মুক্তির কাঙ্গাল আজ সব পাপী-তাপি।

হে প্রভু ! হে আরশের মালিক! হে দয়াময়!
করো তুমি মাফ, আমাদের যত অপরাধ! 
দাও আমাদের সুপথের দিশা! এ জীর্ণ পৃথিবী
আবার করো সুশীতল এ আমাদের প্রার্থনা!