Sunday, April 19, 2020

কবিতা: ত্যাগেই বিস্তৃত সুখের মায়াজাল ॥ শাহীন চৌধুরী ডলি

ত্যাগেই বিস্তৃত সুখের মায়াজাল
শাহীন চৌধুরী ডলি 

দিনবদলের নতুন প্রভাত নিয়েছি আলিঙ্গনে 
পৃথিবী থেকে মুছে দেবো অকল্যাণের থাবা 
বাতাসে মিশে থাকা গুমোট নিশ্বাস,
পেছনে ফেলে দূঃসময়ের কালো ছাপ 
সম্পর্কের দ্যুতি ছড়িয়ে ঘুচাবো অনাস্থার দীর্ঘশ্বাস।

পশ্চাদপদ সামাজিক ভাবনা আস্তাকুড়ে ফেলে
পদার্পণ করি সচল জীবনের যুগে 
উদগ্রীব কামনার মেরুদণ্ডে মরণকামড় বসিয়ে 
সম্মিলিত এগিয়ে চলি বুদ্ধিবৃত্তিক দ্বৈরথে
ইতিহাসের দীর্ঘ পটভূমি পর্যবেক্ষণে। 

মানসপটে ভাসে স্বাধীনতার স্থপতি মুজিবের মুখ 
কর্ণকুহরে বাজে ক্ষুব্ধকণ্ঠের বেদনাহত আক্ষেপ 
বঙ্গবন্ধু বলেছিলেন, তিনি পেয়েছেন চোরের খনি।
স্বাধীনতার আসন্ন অর্ধশত বছর পরেও কি 
অপবাদ ঘুচানোর প্রহর আসেনি? 

জনগণের সেবার প্রত্যয় যিনি স্কন্ধে নেন
কর্মে পূজনীয় তিনি পরম মানবহিতৈষী 
পুনরাবৃত্তি নয় অন্যের হক চুরি,অসভ্য সিনাজুরি 
করোনা কাল প্রমাণের উপযুক্ত মহাকাল 
ভোগে নয় ত্যাগেই বিস্তৃত সুখের মায়াজাল।

কবিতা: ফুল সজ্জায় ॥ শাহীনুল ইসলাম

ফুল সজ্জায়
শাহীনুল ইসলাম 

রাত্রি চমৎকার নিভুনিভু তারা
নগ্ন হাসিতে ভরপুর পান্ডুর চাঁদ
জানালায় এলোমেলো স্পর্শ তোমার।

এখনো রাত্রির কোলাহল থামেনি
বিহগেরা ডাকেনি রূপসীর সকাল 
উলঙ্গ প্রেমের সুগন্ধ ভাসছে আকাশে।

চঞ্চল চুমুর পরশে মুঠো ভর্তি প্রেম
সে যেন ঠোঁটের বিরক্তির আকর্ষণ 
আমি উন্মাদ প্রার্থনায় রাত্রি ফুল সজ্জায়।

ছড়া: ভালো নেই ॥ শেখ একেএম জাকারিয়া

ভালো নেই
শেখ একেএম জাকারিয়া


ভালো নেই মানুষেরা
ভালো নেই মন,
ভালো নেই ফুল-পাখি
ভালো নেই বন।

ভালো নেই মাঠঘাট
ভালো নেই হাট,
ভালো নেই  শিশুমন
ভালো নেই পাঠ।

ভালো নেই খাল-নদী
ভালো নেই ক্ষেত,
ভালো নেই লতা-পাতা
ভালো নেই বেত।

ভালো নেই গল্পরা
ভালো নেই ছড়া,
ভালো নেই গাছপালা
ভালো নেই কড়া।

ভালো নেই নীলাকাশ
ভালো নেই তারা,
ভালো নেই গাঁ-শহর
ভালো নেই পাড়া।

ভালো নেই প্রকৃতি
ভালো নেই দেশ,
ভালো নেই জীবকুল
ভালো নেই, বেশ।

ভালো নেই পৃথিবীটা
যায় ক্ষয়ে ক্ষয়ে,
ভালো নেই কোনো কিছু
করোনার ভয়ে!