মেঘ ভাঙ্গিয়া আকাশ পানে, হাসিয়া উঠিল চাঁদ
জানান দিল রমজান এলো, গুনাহ করিতে কাত।
রহমত, বরকত, নাজাত নিয়ে থাকবে পুরো মাস
শয়তান জেলে বন্দি হয়ে করবে হায় হুতাস।
আত্মসংযমের ধূলায় লুটিয়ে, অহংকার হবে মাটি
ধনীর প্রাসাদ লুটিয়ে পড়িবে গরীব কুঁড়ের পাটি।
ক্ষিধার রাজ্য ভাগাভাগি করে মনকে করবে শুদ্ধ
পুণ্য এবাদত আকাশ ভেদিয়া খোদার আরশে পদ্য।
সিয়াম সাধনার আত্মশুদ্ধি নয় তো শুধু উপোস থাকা
খোঁজ নাও যারা গরীব দুখী, নুন নিতে যার পান্তা ফাঁকা।
দুহাত পেতে তাদের দুঃখ নাও যদি এই বুক টাতে
খুশি হবেন জাহান বাদশা খুশি হবেন দয়াল তাতে।
জান-মালের যাকাত-ফিতরা দাও যদি গো সঠিকভাবে
সেই সে ধন প্রভু হতে পাহাড়সম বৃদ্ধি পাবে।
নামাজ পড়, রোজা রাখো, কোরান পড় মন ভরে
জিকির করে দোয়া কর, তাজা রাখতে কলব তরে।
মধুর সুরে মিনার হতে মোয়াজ্জিন ডাকবে ভোরে
জেগে ওঠো মুমিন বান্দা আজি সেহেরীর এ ঘোরে।
নতুন চাঁদের খোঁশ আমদেদে বেহেস্ত নামিবে ধরায়
এই সুযোগে মাফ চেয়ে নাও জীবন পূর্ণ ধারায়।
যতই পড়িবে ততই গড়িবে নফল এবাদতে পূর্ণ গিরি
কে থামায় তোর ঈমানপাল্লা পুলসিরাতে বিজলী সিড়ি?
হাজার মাসের শ্রেষ্ঠ এ মাস শবে বরাতের কদর ধরে
তার সে সুফল যে পেল না, চক্ষু ঘাঁ তার অশ্রু ঝরে।
দুহাত তুলে মিনতি করি ওগো রহিম রহমান
সব এবাদত কবুল কর, মাফ কর পাপ পাহাড় সমান।
সিঙ্গাপুর - 25/05/18
জানান দিল রমজান এলো, গুনাহ করিতে কাত।
রহমত, বরকত, নাজাত নিয়ে থাকবে পুরো মাস
শয়তান জেলে বন্দি হয়ে করবে হায় হুতাস।
আত্মসংযমের ধূলায় লুটিয়ে, অহংকার হবে মাটি
ধনীর প্রাসাদ লুটিয়ে পড়িবে গরীব কুঁড়ের পাটি।
ক্ষিধার রাজ্য ভাগাভাগি করে মনকে করবে শুদ্ধ
পুণ্য এবাদত আকাশ ভেদিয়া খোদার আরশে পদ্য।
সিয়াম সাধনার আত্মশুদ্ধি নয় তো শুধু উপোস থাকা
খোঁজ নাও যারা গরীব দুখী, নুন নিতে যার পান্তা ফাঁকা।
দুহাত পেতে তাদের দুঃখ নাও যদি এই বুক টাতে
খুশি হবেন জাহান বাদশা খুশি হবেন দয়াল তাতে।
জান-মালের যাকাত-ফিতরা দাও যদি গো সঠিকভাবে
সেই সে ধন প্রভু হতে পাহাড়সম বৃদ্ধি পাবে।
নামাজ পড়, রোজা রাখো, কোরান পড় মন ভরে
জিকির করে দোয়া কর, তাজা রাখতে কলব তরে।
মধুর সুরে মিনার হতে মোয়াজ্জিন ডাকবে ভোরে
জেগে ওঠো মুমিন বান্দা আজি সেহেরীর এ ঘোরে।
নতুন চাঁদের খোঁশ আমদেদে বেহেস্ত নামিবে ধরায়
এই সুযোগে মাফ চেয়ে নাও জীবন পূর্ণ ধারায়।
যতই পড়িবে ততই গড়িবে নফল এবাদতে পূর্ণ গিরি
কে থামায় তোর ঈমানপাল্লা পুলসিরাতে বিজলী সিড়ি?
হাজার মাসের শ্রেষ্ঠ এ মাস শবে বরাতের কদর ধরে
তার সে সুফল যে পেল না, চক্ষু ঘাঁ তার অশ্রু ঝরে।
দুহাত তুলে মিনতি করি ওগো রহিম রহমান
সব এবাদত কবুল কর, মাফ কর পাপ পাহাড় সমান।
সিঙ্গাপুর - 25/05/18
প্রবাসী কবি ও সংগঠক কাজী বদরুল আলম |