খুঁজেছি দূরে কাছে যতদূর দৃষ্টিকে পেরেছি ফেরাতে
যেথায় যেভাবে দাঁড়িয়ে, একদা প্রতিক্ষণ থাকতে
অপেক্ষায় সম্মুখ সৈকতে ।
:
নীল কিংবা ডোরা কাটা সেই শার্ট পরে ।
ব্যর্থ দৃষ্টি বার বার ঝাউবনে লুকোনো অরণ্যের আঁধারে সেই শোকে, সেই শোকে ।
:
বিষাদের নীল সুর এঁটে ফিরিয়ে দিয়েছে সমূলে
নয়নের লোনা জলে অশ্রুধারার স্রোতে
সাগরের নীল জলে ভেসে ওঠে, করুন মূহু মুর্য্য সুরে
ঢেউয়েরা আঁছড়িয়ে পড়ে হুড়মুড়িয়ে পায়ের পরে সৈকতের তীরে ।
বালির ডিবিরা তলিয়ে নুইয়ে পড়ে
সেই শোকে সেই শোকে ।
:
দৃষ্টিতে ছায়া হয়ে অলকের রুপ ধরে, ফিরে আসে ব্যর্থ সাধে
ক্লান্ত পড়ন্ত বিকেলে সেই সমুদ্র সৈকতে
গাংঙ্গ চিলেরা উড়ে উড়ে খুঁজে ফিরে আসে অবুঝ বেশে সেই শোকে, সেই শোকে ।
:
নীরব নীলুপ্ত ভাটা নীল ঢেউয়ের গতিময় ক্লান্ত দেহের
অবসাদে
ফুলে ফেঁসে ফেঁপে উঠে, পায়না খুঁজে অতল তলে ঢেউরা জেগে ওঠে বিষাদে
ঝিনুকের সারি গুলো, হেঁটে হেঁটে কিনারে কিনারে
অনড় হয়ে বসে পড়ে বালির বাঁধে, ঢেউয়ের তোড়ে ফিরে খুঁজে নীল সৈকতের জলে
সেই শোকে, সেই শোকে ।
:
হাঙ্গর তিমি গুলো ডুবুরী হয়ে, নুড়ি তুলে ফিরে আসে না পেয়ে ব্যর্থ রথে ।
সৈকতে নেমে গিয়ে খুঁজবো ভেবে হাঁটু জলে নামি যবে,
কে যেন পেছনে ডাকে তেমনি করে সেই আদুরে গলে ।
অভিমানে অদৃশ্য ঝরনার স্রোতস্বিনীর স্রোতে
বইয়ে যাও একা ফেলে ।
:
আড়ালে সরে গোপনে, বালুকা বেলায় সৈকত সমুদ্রে শুধু একটি বার এসো না ফিরে
কাঁদতে কাঁদতে সাগর উঠেছে ভরে ।
সেই শোকে, সেই শোকে ।
:
ফিরে ফিরে আসি বালুকা বেলায়, সেই সৈকত সমুদ্রে
খুঁজতে অবুঝ শিশুর মতো হয়ে না বুঝার
ভান করে
সেই শোকে, সেই শোকে ।
কাব্যগ্রন্থ - অনুভূতি ছোঁয়া ভালবাসা
কবি ও সংগঠক লাভলী ইসলাম |
No comments:
Post a Comment