Sunday, May 27, 2018

বাসাসপ কেন্দ্রীয় কমিটির নজরুলের সাহিত্যকর্ম শীর্ষক আলোচনা ও ইফতার পার্টি সম্পন্ন

অনুষ্ঠানের উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ

গত শুক্রবার ২৫ মে ২০১৮ ইং রাজধানীর শিশু কল্যাণ ভবনের ভিআইপি কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে।
"বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)" কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা, ইফতার পার্টি ও মাসিক সাহিত্য আড্ডা মে-২০১৮।

বাসাসপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র পরিচালক কবি ও প্রকাশক তাহেরা মোন্নাফের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক, কবি ও কথাসাহিত্যিক মুহাম্মদ ইয়াকুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি সেক্টর কমান্ডার কর্ণেল (অবঃ) দিদারুল আলম বীর প্রতীক।
অনুষ্ঠানে জাতীয় কবি নজরুলের সাহিত্যকর্মের উপর প্রধান আলোচকের আলোচনা পেশ করেছেন বরেণ্য কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চলচিত্র অভিনেতা, কবি ও সংগঠক এবিএম সোহেল রশিদ, বরেণ্য কবি, ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল, জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সংগঠক টিপু রহমান, ভালবাসার গান কবিতা ও গল্পকথার প্রধান সমন্বয়ক, কবি ও সংগঠক সৈয়দ আসাদুজ্জামান সোহান প্রমুখ। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য ও আবৃত্তি করেন কবি ও সাংবাদিক রুহুল মাহবুব, মাসিক আদমজীনগর সম্পাদক কবি নাজিম উদ্দিন সুমন, বাসাসপ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কবি ও সংগঠক ফিরোজ মোল্লা, ভালবাসার গান কবিতা ও গল্পকথার কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র পরিচালক কবি ও সংগঠক মামুন আব্দুল্লাহ, স্বপ্নকথা সাহিত্য পরিষদের সভাপতি কবি রোখসানা সুখী, আবৃত্তিকার কাজী ফেরদৌস মিঠু,  সাহিত্যকুঞ্জের সভাপতি কবি শাহনাজ খান, কবি ইখতিয়ার হোসেন, কবি জেসমিন রুমী, পল্লিআলো সাহিত্য পরিষদের সভাপতি কবি লিটন পল্লী, বাসাসপ ঢাকা ও গাজীপুর মহানগরী পরিচালক কবি এরশাদ হোসেন বিজয়, কবি আল আমিন, কবি মির্জা জাকির হোসেন মনা, কবি মনযুরুল কাদের আরশাদসহ অনেক কবি, সাহিত্যিক ও নজরুল ভক্ত।

No comments:

Post a Comment