Wednesday, May 30, 2018

তোমার নাম ।। জাহাঙ্গীর হোসেন

জোৎস্না রাতের চলার সাথী
তোমার নাম ছায়া,
উদাসীন মনে বসে থাকি যবে
তোমার নাম মায়া।
বসন্ত বাতাসে মুহু মুহু সুবাসে
তোমার নাম ফুল,
তোমার প্রতীক্ষায় ব্যর্থ হৃদয় দেয়
তোমার নাম ভুল।
আকাশের পানে চেয়ে থাকি যবে
তোমার নাম তারা,
তোমার দর্শনে ব্যর্থ চোখের কোনায়
তুমি শ্রাবনের ধারা।
গ্রীষ্মের শুরুতে দক্ষিনা বাতাসে
তুমি ঝিঁঝিঁ পোকার গান,
গ্রীষ্মের শেষে যবে হারাই তোমায়
তুমি আলেয়া নিষ্প্রাণ।
সাগরের তীরে বসে থাকি যবে
তোমার নাম প্লাবন,
অবশেষে তোমায় মেলেনা যবে
তুমি শুধুই দুচোখের শ্রাবণ।
প্রবাসী কবি ও সংগঠক জাহাঙ্গীর হোসেন

1 comment: