Saturday, June 2, 2018

ঢাকায় অনুষ্ঠিত হলো ভালবাসার গান কবিতা ও গল্পকথার মাসিক সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল


গতকাল ০১ জুন ২০১৮ইং, রোজ শুক্রবার, ঢাকায় মগবাজারে অবস্থিত জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন  "ভালবাসার গান কবিতা ও গল্পকথা"র কেন্দ্রীয় কমিটির আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল। এবারের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল"

অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের একাংশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র পরিচালক কবি মামুন আব্দুল্লাহ্ ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য কবি আবু সাহেদ সরকার।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিক হেলাল, কবি ও সম্পাদক নাসির হেলাল, কবি, সম্পাদক ও সংগঠক সৈয়দ আসাদুজ্জামান সুহান, কবি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বকুল, কবি ও সংগঠক মোহাম্মদ ইয়াকুব।

ইফতার নিয়ে অপেক্ষারত কবি ও সাহিত্যিকগণ

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি মনির ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য তারানা নাজনীন, লুৎফর রহমান রবি ও জেসমিন রুমী।

আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ রবিউল হোসেন, কবি মিনা উজ্জ্বল, কবি শাহানা পারভীন, কবি আবুল খায়ের নাঈম উদ্দিন, কবি সালমা লাবনী, কবি সরদার ফাতিমা জুহুরা ময়না, কবি ফাতেমা সুলতানা সুমি, কবি হালিমা মুক্তা, কবি আফরোজা রানা, কবি নুরুল শিপার খান, কবি আতিকুর রহমান, কবি ও সম্পাদক সাইফুল বিন হানিফ, কবি ফয়সাল হামেদ, কবি শিহাব হোসাইন, কবি আহমদ হোসেন, কবি সাঈদ জোবাইর, কবি ফরমান উল্লাহ, কবি ময়েজ মোহাম্মদ, কবি কাজী মাওলানা মোঃ আব্দুশ সাকুর, কবি জাকির হোসেন, কবি তাওহীদুল ইসলাম, কবি মোঃ তারেক, কবি কামাল উদ্দিন, কবি সুরুজ মিয়া, কবি তানজিল মোহাম্মদ, কবি রাকিব, কবি জুলফিকার আহমেদ, কবি আবুল কাসেম ও কবি লিয়াকত আলী প্রমুখ।

অনুষ্ঠানের উপস্থিত আমন্ত্রিত কবি ও সাহিত্যিকগণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম শীর্ষক জ্ঞানগর্ভ আলোচনা করেন। সবাই পরামর্শ রাখেন, জাতীয় কবির সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত চর্চা  করতে হবে এবং উনার সাহিত্যকর্ম নিজেদের মধ্যে লালন ও ধারণ করতে হবে। এছাড়াও অনেকেই স্বরচিত কবিতা পাঠ করেন এবং কেউ কেউ নজরুল সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন সংগঠনের
সিনিয়র পরিচালক মামুন আব্দুল্লাহ্ 

সভাপতির বক্তব্যে কবি মামুন আব্দুল্লাহ্ অনুষ্ঠানে আগত সকল অতিথিদের শুভেচ্ছা জানান এবং সবার সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটির সফল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সৈয়দ আসাদুজ্জামান সুহান।

No comments:

Post a Comment