Thursday, June 14, 2018

ঘড়ি ও সময়ের গল্প ।। কবি নির্মলেন্দু গুণ

ঘড়িকে দেখে সময় হাসে।
সে ঘড়িকে ডেকে বলে--
তুমি এখানে কী করছো?
তুমি কে হে? --তুমি কে?

ঘড়ি প্রশ্ন শুনে ইতি-উতি চায়।
কিন্তু কাউকে দেখতে না পায়।

ঘড়ি প্রশ্ন করে, --আপনি কে?
আপনি কে? আপনি কোথায়?

সময় ঘড়ির কাঁটা ছুঁয়ে বলে,
এই যে আমি। আমি সময়।
দ্যাখো তো, চিনতে পারো কি না?
আমি ঈশ্বরের হাতের বীণা।

ঘড়ি দ্যাখে, কে যেন চকিতহাস্যে
মহাকাশে মুহূর্তে মিলায়।
তার অযুত আঁখি অন্ধ হয়ে যায়।
ঘড়ির সকল কাঁটা বন্ধ হয়ে যায়।

নয়াগাঁও
১৪ জুন ২০১৮
দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ

No comments:

Post a Comment