Sunday, April 19, 2020

কবিতা: ফুল সজ্জায় ॥ শাহীনুল ইসলাম

ফুল সজ্জায়
শাহীনুল ইসলাম 

রাত্রি চমৎকার নিভুনিভু তারা
নগ্ন হাসিতে ভরপুর পান্ডুর চাঁদ
জানালায় এলোমেলো স্পর্শ তোমার।

এখনো রাত্রির কোলাহল থামেনি
বিহগেরা ডাকেনি রূপসীর সকাল 
উলঙ্গ প্রেমের সুগন্ধ ভাসছে আকাশে।

চঞ্চল চুমুর পরশে মুঠো ভর্তি প্রেম
সে যেন ঠোঁটের বিরক্তির আকর্ষণ 
আমি উন্মাদ প্রার্থনায় রাত্রি ফুল সজ্জায়।

No comments:

Post a Comment