Monday, April 20, 2020

কবিতা: উঠোন ॥ মিলন ইমদাদুল

উঠোন 
মিলন ইমদাদুল

কতোদিন প্রেমচাষ করিনা মনের উঠোনে —
উঠোনটি ধূলোমাখা শরীরে পরে আছে একা!
তার দিকে তাকালে বড্ড মায়া হয়!
যেন সে কতো জনমের চেনা,কতো আপন!
অথচ এই মায়া ভুলে আমরা পরে থাকি নিঃসঙ্গ! 

শহুরে মাটি ঘুরে ঘুরে ভুলে থাকি আপন চাঁদ 
আসলে শহরে ভালোবাসা নেই; শুধুই বামহাত!


No comments:

Post a Comment