Monday, April 20, 2020

কবিতা: করোনা ভাইরাস ॥ ইমরান খান রাজ

করোনা ভাইরাস
ইমরান খান রাজ

করোনা ভাইরাস এক মহামারির নাম,
দুনিয়াকে করেছে জাহান্নাম সমান
চারিদিকে চিৎকার, হাহাকার শুনি
মানুষের ভালো দিন আসার প্রহর গুনি।

মরছে মানুষ বিশ্ব জুড়ে হাজারে-হাজার,
বাঁচাও মোদের প্রভু এই আরজ-গুজার।
শিশু থেকে বৃদ্ধ সবাই করছে বাঁচার লড়াই,
আল্লাহ্‌র সাথে কখনো করবে না বড়াই।

আঁধারে কেটে আলো পাবো সেই আশাতে থাকি
ছোট্ট ঘরে চুপটি মেরে নিজেকে লুকিয়ে রাখি।

No comments:

Post a Comment