দাও সুপথের দিশা
শেখ বিপ্লব হোসেন
মৃত্যুর মিছিল যেন থামছেই না আর
দমকা হওয়ার বেগে অবিরত চলছেই,
কোথাও আলো নেই, কেউ আজ ভালো নেই।
ধূসর দেখি চারদিক। দু'চোখে ঘোর অমানিশা।
অভুক্ত কত অসহায় মানুষ আজ পড়ে আছে
রাস্তার অলিগলিতে।
কত অসুস্থ মানুষ মৃত্যু যন্ত্রনায় কাতরায়,
তবুও আমাদের বিবেকদ্বার উন্মোচন হয় না।
কোভিড-১৯ যেন এক অদেখা যমদূত
দিবানিশি তাড়া করে ফেরে,
এ আমাদেরই কর্ম ফল;
মুক্তির কাঙ্গাল আজ সব পাপী-তাপি।
হে প্রভু ! হে আরশের মালিক! হে দয়াময়!
করো তুমি মাফ, আমাদের যত অপরাধ!
দাও আমাদের সুপথের দিশা! এ জীর্ণ পৃথিবী
আবার করো সুশীতল এ আমাদের প্রার্থনা!
No comments:
Post a Comment