Wednesday, April 15, 2020

কবিতা: অসংস্কৃত ও আদিম ॥ সাইফুর রাব্বি

অসংস্কৃত ও আদিম 
সাইফুর রাব্বি

তোমরা ছিলে বর্বর; 
ছিলে সভ্যতা ধ্বংস করতে উন্মুখ একটি গোষ্ঠী 
সজীব প্রকৃতি; বৃক্ষ তরুলতা আর 
আমার মিষ্টি বাতাস কে করেছো গ্রাস।  
উদ্যানে ফুটিয়েছো কালো গোলাপ আর কি বিষাক্ত সব বৃক্ষ! 
যা থেকে কালো বাতাস, কালো নির্যাস বের হয় অবিরত।

তোমরা ছিলে অসংস্কৃত, 
অপসংস্কৃতি আর অপ-চেতনা গ্রাস করেছিলো তোমাদের,  
তোমাদের ছিলো না সাহিত্য-শিল্পকলা
অথচ, আমার শিল্পকলাকে লুট করেছিলে।
কি সব উদ্ভট উদ্ভট সাহিত্য তোমাদের
কল্যাণমুখি না হয়ে হয়েছিলো ব্যক্তিমুখি
তোমাদের চেতনার শিরা উপশিরাগুলো নষ্ট হয়েছিলো বিষাক্ত সব শিল্পকলার বাতাসে।

তোমরা ছিলে আদিম,
মানে মস্তিস্ক ও চেতনায় আদিম; 
তোমরা ভোগবাদ মানতে; স্বার্থবাদ মানতে 
মানতে অন্ধত্বের সব তত্ব; 
শিশুদের আমসিপাড়া শেখাতে বাঙলা শেখানোর আগে।
তোমরা মানতে বিশ্বাসের জোর; তোমরা মানতে পূর্ব পুরুষদের অন্ধত্বের সব থিউরি পত্র, 
যা চলতো না শিল্পকলার সমাজে!  

তোমরা অসংস্কৃত ও আদিম; ছিলে বনে বাদাড়ে ঘুরেফেরা লোক
তোমাদের ড্রেন থেকে আসতো দূর্গন্ধ,  
আর আমাদের ড্রেন থেকে আসে পরিবর্তনের ইঙ্গিত 
তোমরা ছিলে আদিম, তোমরা ছিলে অসংস্কৃত!


No comments:

Post a Comment