বৈশাখী ঝড়
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
বৈশাখী ঝড় আসে আকাশ কালো মেঘে,
দমকা বায়ু উতাল পাতাল বয় খুব বেগে।
হেলে দুলে গাছের শাখা ভাঙে মট মট,
ঘরের চাল উড়ে পরে শুকনো গাঙের তট।
বৈশাখী ঝড় আসে মেঘে গুড় গুড় ডাকে,
খোকা বসে কলম দিয়ে ওই সব আঁকে।
ধানের ক্ষেতেও ঝড় বয়ে যায় নষ্ট কুঁড়ি,
ফুল ফসলের ব্যাপক ক্ষতি নেইকো জুড়ি।
বৈশাখী ঝড় আসে প্রতি বছর দেশে,
ধুরু ধুরু মনটা নানা শংকায় ভাসে।
কেটে গেলে ঝড়ো হাওয়া বাংলাদেশে,
প্রকৃতিটা আমাদের ফের উঠবে হেসে।
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
বৈশাখী ঝড় আসে আকাশ কালো মেঘে,
দমকা বায়ু উতাল পাতাল বয় খুব বেগে।
হেলে দুলে গাছের শাখা ভাঙে মট মট,
ঘরের চাল উড়ে পরে শুকনো গাঙের তট।
বৈশাখী ঝড় আসে মেঘে গুড় গুড় ডাকে,
খোকা বসে কলম দিয়ে ওই সব আঁকে।
ধানের ক্ষেতেও ঝড় বয়ে যায় নষ্ট কুঁড়ি,
ফুল ফসলের ব্যাপক ক্ষতি নেইকো জুড়ি।
বৈশাখী ঝড় আসে প্রতি বছর দেশে,
ধুরু ধুরু মনটা নানা শংকায় ভাসে।
কেটে গেলে ঝড়ো হাওয়া বাংলাদেশে,
প্রকৃতিটা আমাদের ফের উঠবে হেসে।
No comments:
Post a Comment