Saturday, April 18, 2020

কবিতা: যদি আবার মানুষ হও ॥ লাভলী ইসলাম

যদি আবার মানুষ হও
লাভলী ইসলাম

বাইরে যাই না নিতে এখন অক্সিজেন 
কোথাও কেউ নেই পথ ঘাট নির্জন 
করোনারা ডেকে করছে ফিঁসফিঁস  
চারিদিকে আছে ছড়িয়ে যেন বিষ।

মানুষ দেখলেই যাই দ্রুত সরে দূরে 
মানবতা মনটাকে খাচ্ছে কুঁড়ে কুঁড়ে 
বিষাক্ত করোনা বলছে কানে কানে 
অনাচার করেছিলে স্রষ্টা তা জানে।

অন্যায়ের দৌড় পাঠিয়েছেন থামাতে
আমরা তাই রাজত্ব করছি এই ধরাতে
খেলা শেষ তোমরা এখন পরাজিত 
যদি আবার মানুষ হয়ে হও অবনত।

চাইলেই তিনি দিবেন দয়া করে মাফ
মুছে যদি পাপ সবাই হৃদয় কর সাফ
হুকুমের গোলাম আমি এসেছি তাই
স্রষ্টার উপর ক্ষমতা আর কারো নাই।

No comments:

Post a Comment