Saturday, April 18, 2020

কবিতা: বিলি কাটি দশ আঙ্গুলে ॥ হাসান মাসুদ

বিলি কাটি দশ আঙ্গুলে 
হাসান মাসুদ

বারান্দায় বসে মা ছোট বোনের
মাথায় বিলি কাটছেন;
বিলি কাটা দেখতে দেখতে হঠাৎ মনে হল 
আমরাও তো রোজ বিলি কাটি স্মৃতির অন্ধকারে। 

আমাদের মন ও শরীর থেকে
স্মৃতির আস্তরণ সরাতে সরাতে 
কখন যে ভুলে যাই আমরা কেবল এই পৃথিবীর-ই মানুষ,
আমাদের অন্যকোন অস্তিত্ব নেই। 

কখন যে ভুলে যাই আমাদের 
দ্বিতীয় জন্ম নেই : ছিল না কোনদিন —
তবুও বারবার ভুল প্রেমিকের 
ভুল প্রেমের মত স্মৃতির অন্ধকারে 
সবুজ আলো জ্বালাতে চাই কেন? 

গতকাল রাতে হঠাৎ মনে হল -
মায়ের বিলি কাটার মতই বিলি কেটে কেটে 
তোমাকে আজন্মকাল খুঁজছি দশ আঙ্গুলে।


No comments:

Post a Comment