Saturday, April 18, 2020

কবিতা: আত্মসমর্পণ ॥ এম. তামজীদ হোসাইন

আত্মসমর্পণ
এম. তামজীদ হোসাইন
 
দুনিয়া জুড়ে চলছে ভয়াবহ এক আতঙ্ক
করোনা ভাইরাস এখন ঝাঁজাল প্রসঙ্গ 
মৃত্যুর ভয়ে কেঁপে উঠেছে সারা বিশ্ব
মানুষের মন থেকে দূর হয়েছে সমস্ত হর্ষ
শরিআহ মতে বন্ধ হয়েছে মসজিদে নামাজ 
নিরব নিস্তব্ধ ভূমিকা পালন করছে বিশ্ব সমাজ
করোনা সংক্রমণের ভয়ে ধরে না কেউ মানুষের লাশ
ভাইরাস ছড়াবে নাকি নিলে মৃত মানুষের শ্বাস।

হে মালিক, 
প্রতিদিন দেশে দেশে জড়ো হয় হাজার লাশের কফিন
বেপরোয়া মানুষ ভাইরাস ভয়ে মুর্দাকে দেয়না কাফন
হয় না শরিআহ মেনে মুসলিমের অন্ত্যেষ্টিক্রিয়া
সারা বিশ্বজুড়ে চলছে এ কেমন দাফন প্রক্রিয়া

পবিত্র মক্কার মসজিদ আল হারাম 
নবীর শহর মদিনার মসজিদে নববী
পবিত্র দুই নগরীর সমস্ত মসজিদে জামাত নিষিদ্ধ 
শরিআহ মোতাবেক নাকি এই ঘোষণা বিশুদ্ধ
সৌদি সরকারের নির্দেশে হয়েছে কাবা তাওয়াফ বন্ধ
অথচ তোমার নির্দেশে আবাবিল পাখিরা করেনি তাওয়াফ বন্ধ 
সারা বিশ্বের আলেমেরা এই সিদ্ধান্তকে জানালো সম্মতি
মায়ার নবী কিয়ামতের দিন সিজদায় পড়ে কাঁদবে বলে উম্মতি
মসজিদ আল হারামের ইমাম নামাজে হয়েছে কান্না বিজড়িত
কেউ কেউ বলছে করোনার পেছনে নাকি চীন জড়িত

হে সর্বজ্ঞময়,
তোমার ইশারায় আমাজন, ইয়াঙজি আর মিশরের নীলনদ বহমান
তুমিই তো এই সৃষ্টি জগতের সমস্ত কিছুর মাঝে রহিম-রহমান
হে পরম করুণাময়,
সীমালঙ্ঘনকারীরে লোহিত সাগরে-
মারিতে পারো যদি তুমি চাও
তোমার পাপী বান্দা মোরা,-
মোদের করোনা থেকে মুক্তি দাও।

No comments:

Post a Comment